ভূমিকাঃ কালের স্রোতে প্রাকৃতিক সৃষ্ট, পাহাড়ের পাদ দেশ হইতে বঙ্গোপসাগরে প্রতিত কালের স্বাক্ষী ধনু নদীর তীর বর্ত্তী এলাকায় হাওড় বৃষ্টিত অঞ্চল, নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় ০৬ নং গাজীপুর ইউনিয়ন বর্তমানে খেলাধুলা, সুশিক্ষা ও সাংস্কিতিতে সমোজ্জল।
ক) নাম – গাজীপুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৪৮.৪৬ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ১১,৮৩৩ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১১ টি।
ঙ) মৌজার সংখ্যা – ০৮টি।
চ) হাট/বাজার সংখ্যা -০১টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – ইঞ্জিন চালিত নৌকা।
জ) শিক্ষার হার – ৭০%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৫টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ....নাই.....টি,
উচ্চ বিদ্যালয়ঃ..... ০১ টি,
মাদ্রাসা-… ৩ টি,
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মাসুদ রানা।
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ..নাই.......টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ........./ নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল –... ১৯৬২ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – 26/07/2011ইং
২) প্রথম সভার তারিখ – 07/08/2011 ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – 26/07/2016ইং
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস