নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নটি হাওর আঞ্চল বিশিষ্ট। এই এলাকার প্রায় শতকরা ৯০ ভাগ লোক কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে।তবে ১২ মাসের মধ্যে ৪ মাস এ এলাকা কৃষি জমি, নদী,বিল,খাল ও বড় বড় ডুবা,রাস্থা পানির নিচে তলিয়ে যায়। ইউনিয়নটি ৪৮.৪৬ কিঃ মিঃ এর মধ্যে প্রায় ৩০.০০কিঃ মিঃ কৃষি জমি। তাছাড়া হা্ওরের সাথে নদী,বিল,খাল ও বড় বড় ডুবা রছিয়াছে। এ সব নদী,বিল,খাল ও বড় বড় ডুবাতে প্রচুর পরিমানে মাছ পাওয়া যায়। এছাড়া এগুলি জনগনের কাছে জমা দিয়ে স্থানীয় সরকার রাজস্ব আদায় করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস