নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামটি ২২টি পাড়া ৬টি ওয়ার্ড নিয়ে গঠিত।& এ গ্রামে প্রায় ৪ থেকে ৫ হাজার লোক বসবাস করে। গ্রামের সবচেয়ে পুরাতন মসজিস হলো পাঁচহাট জামে মসজিদ। মসজিদটি গাজীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে রড়হাটি পাড়ায় অবস্থিত। এ মসজিদে ৪০০ থেকে ৫০০ মশুলিস্ন এক সাথে নামাজ আদায় করতে পারে। মসজিটিতে ৩ গম্ভুজ বিশিষ্ট একটি বিল্ডিং রহিয়াছে। তাছাড়া এ মসজিদের একটি পরিচালনা কমিটি সক্রিয় ভাবে উন্নয়নে কাজ করে যাচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS